চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে মহালছড়ির দুটি ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩
ফেব্রুয়ারী মহালছড়ি জোন সদরে মহালছড়ির জাগরণ ক্লাব ও সিংগিনালা শাপলা সংঘ ক্লাবকে
ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। মহালছড়ি জোন কমান্ডার এর নির্দেশনায় মহালছড়ি জোন
কমান্ডার এর পক্ষে জাগরণ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন ক্যাপ্টেন মোঃ
মেজবাহ-উল-মুহিত। এছাড়া সিংগিনালা শাপলা সংঘ ক্লাবকে ক্রীড়া সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জাম
প্রদান করেন ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী। জাগরণ ক্লাব এর পক্ষে ক্রীড়া সামগ্রী
গ্রহণ করেন জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল এবং শাপলা সংঘ ক্লাবের পক্ষে
ক্রীড়া সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জাম গ্রহণ করেন শাপলা সংঘ ক্লাবের সহ-সভাপতি সিংথোয়াই মারমা।
এ সময় মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন ও মহালছড়ি মারমা উন্নয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক কংজরী মারমা উপস্থিত ছিলেন।