মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৩:২১ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৯:৩৮:১৯

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে মহালছড়ির দুটি ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।


২৩ ফেব্রুয়ারী মহালছড়ি জোন সদরে মহালছড়ির জাগরণ ক্লাব ও সিংগিনালা শাপলা সংঘ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। মহালছড়ি জোন কমান্ডার এর নির্দেশনায় মহালছড়ি জোন কমান্ডার এর পক্ষে জাগরণ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন ক্যাপ্টেন মোঃ মেজবাহ-উল-মুহিত। এছাড়া সিংগিনালা শাপলা সংঘ ক্লাবকে ক্রীড়া সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রদান করেন ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী। জাগরণ ক্লাব এর পক্ষে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল এবং শাপলা সংঘ ক্লাবের পক্ষে ক্রীড়া সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জাম গ্রহণ করেন শাপলা সংঘ ক্লাবের  সহ-সভাপতি সিংথোয়াই মারমা। 


এ সময় মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন ও মহালছড়ি মারমা উন্নয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক কংজরী মারমা উপস্থিত ছিলেন।