প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৯:৩২:৪৬
| আপডেটঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ ০১:০৩:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবিরা।
জেলা আদালতের গেইটের সামনে জেলা আইনজীবি সমিতির উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা,আদালতের পাবলিক প্রসিকিউটর প্রতীম রায় পাম্পু, সিনিয়র আইনজীবি মুক্তার আহম্মেদসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এ হত্যাকান্ডকে কেন্দ্র করে কেউ যাতে ভিন্নখাতে প্রভাবিত করে ফায়দা লুটতে না পারে তার জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। অবিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকরাীদের গ্রেফতার করে দৃষ্টানাতমুলক শাস্তির দাবীও জানান বক্তারা।