বর্ষবরন সাংগ্রাই এর উৎসবে মেতে উঠেছে বান্দরবানের মারমা সম্প্রদায়। এটি এখন শুধু মারমাদের না, এই উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। পুরো এলাকা জুড়ে চলছে পানি খেলা।
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নাচের প্রতি টানটা ছোটকাল থেকেই। নাচটাতেই স্বস্তি, শান্তি খুঁজে পায় সে। নাচকে জড়িয়ে নিয়েছেন নিজের জীবনের আষ্টেপৃষ্টে। এ নাচই ভবিষ্যত পথচলার জন্য প্রিয়ন্তী ধর পিংকিকে অনেক সুখকর প্রাপ্তি এনে দিয়েছে ইতোমধ্যে।