বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

রাজস্থলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশঃ ০৭ এপ্রিল, ২০১৮ ০৯:২৮:১৭ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০২:৪৮:৪৮

সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বস্বাস্থ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্রই” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টার সময় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে চত্ত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী খন্দকার, ওসিএলএসডি মোঃ আবু নাঈম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ রুইহলাঅং মারমা, কারিতাস আইসিডিপি কর্মকর্তা বিক্রম চাকমা প্রমুখ। র‌্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাক, সূর্যের হাসি ক্লিনিক (গ্রীণহিল), কারিতাস, আরএইচস্টেপ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




স্বাস্থ্য |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions