বাঙ্গালহালিয়া বাজারে ঈদ উপলক্ষে লাকী কূপন ড্র অনুষ্ঠিত
প্রকাশঃ ২০ জুনe, ২০১৮ ০৯:৩৫:২২
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৩:১০:১২
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে উৎসব মুখর পরিবেশে লাকী কূপন ড্র অনুষ্ঠিত হয়। গত ২০ শে জুন বুধবার বিকাল ৩ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া বাজার চত্ত্বরে বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যেগে ঈদ বিক্রয় উৎসব উপলক্ষ্যে লাকী কূপন ড্র অনুষ্ঠানে ১ম পুরুষ্কার পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ব্রীজঘাটা এলাকার ৩য় শ্রেণির ছাত্র আসিফ কুপন নং- ৬৭৩৩। ২য় পুরুষ্কার নং- ২৫৪৯৯, ৩য়- ৮২৬৭, ৪র্থ- ২৯৭৮৮, ৫ম- ১৬০২৪, ৬ষ্ঠ- ২০৮১, ৭ম- ৩১৭৭৯, ৮ম- ২৭৬৮১, ৯ম- ২১৪৫৫, ১০ম- ২২৫৯০, পর্যায়ক্রমেঃ- ৪৭১০, ২১০৮৩ , ১৩৬৩৭, ৪৩৬৩৫, ৬১৬১৭, ৬১৬৭৯, ২৬৩৯৭, ২৫১৮৯, ৪২০৬৬, ৩৩৬৯১, ২০৬৮০, ১৭৫৫৯, ১৩২৩২, ৮২৭৩, ৩৩৮১৩, ৪৪৬১৯, ৪৫১৪০, ৪১৩২০, ৭৩৭৮, ৩৪৪২৯, ৩০৭৮৮, ৩০৩৫৫, ৫৭৩১৭, ৬৩৩০, ২৭৪৮৯, ৩৮৬৯, ২২৭২৪, ৫৪১৭৫, ৪৪৩৩৯, ৪৯৯২৫, ১৫৩৯৫, ০৩৮১, ৩৯৮২১, ৪৪১৩৮, ২১৫৮৮, ২২৪৬২, ১১২০, ১২৮৮৮, ৪৬১৩৩, ২৩৯২৫।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজারের বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সামশুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী পুলক চৌধুরী, মোঃ আজিজ সওদাগর, আলহাজ্ব জেবল হোসেন সওদাগর, মোঃ নুরুল আবছার প্রমুখ।
দীর্ঘ ৩৩ বছর পর এই প্রথম ঈদ বিক্রয় উৎসব উপলক্ষ্যে বাঙ্গালহালিয়া বাজারে লাকী কূপনের আয়োজন করায় রাজস্থলী উপজেলাবাসী সহ বান্দরবান, রাঙ্গুনীয়া, কাপ্তাই উপজেলার হাজার হাজার ক্রেতাদের সমাগম ঘটেছে। অনুষ্ঠিত ড্র এর দিনে বাঙ্গালহালিয়া বাজারে জনসমাগমের পাশাপাশি পাহাড়ী বাঙ্গালীর মিলন মেলায় পরিনত হয়েছে। ঈদ বিক্রয় উৎসব উপলক্ষ্যে প্রতিজন ক্রেতা ৪০০ টাকার পণ্য কিনেই একটি লাকী কূপণের মালিক হয়েছিলেন। এদিকে প্রথম পুরুষ্কার প্রাপ্ত মোঃ আসিফ (৮) সে পদুয়া ইউনিয়নের ব্রীজঘাট দুধপুকুরিয়া পাড়ার সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। খুবই খুশি প্রথম পুরষ্কার পেয়ে।