বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরুস্কার প্রদান

প্রকাশঃ ০২ জুলাই, ২০২০ ০৮:৪২:০১ | আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ০২:৩৩:২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে  জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ২০১৯-২০২০ অর্থবছরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পবিতার দুপুরে  রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন  সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত শুদ্ধাচার পুরুস্কার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক অমিতা পরাগ তালুকদার,   উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট  উত্তম কুমার দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুন জান্নাত তনুসহ প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিসেট্রট ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মচারীসহ দশ উপজেলার কর্মকর্তা ও কর্মচারীগণ ।

 এসময় রাঙামাটি জেলাতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ২০১৯-২০ অর্থবছরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস, জেলা প্রশাসনের গোপনীয় শাখায় দায়িত্বরত আব্দুল রশিদ এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদের অফিস সহকারি রিকেল চাকমা পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে এই চারজনের হাতে ক্র্যাস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

জাতীয় |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions