কাল থেকে রাঙামাটির সাজেকে আবারো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন রাঙামাটির নতুন জেলা প্রশাসক হাবিব উল্লাহ রাঙামাটিতে পৌরপ্রাঙ্গণ মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন রাঙামাটির ভেদভেদীতে জমি দখল নিয়ে দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি অভিযোগ এপেক্স ক্লাব অব বান্দরবান এর উদ্যোগে বান্দরবানে বৌদ্ধ অনাথালয়ে কম্বল বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বর্তমান সরকারের
প্রতিশ্রুতি-স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ড ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বসাধারণের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠান
সম্পন্ন করেছে । আজ রোববার সকালে রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের
প্রধান কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম(যুগ্ম সচিব), আর গণশুনানি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব) । এছাড়াও গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য-পরিকল্পনা , মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য-বাস্তবায়নসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতেই ভাইস চেয়ারম্যান জনাব শাহীনুল ইসলাম(যুগ্ম সচিব) উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে গণশুনানি অনুষ্ঠানটি শুরু করেন ।
এ সময়
উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম(যুগ্ম সচিব) বলেন, “তৃণমূল জনসাধারণের
প্রকৃত উন্নয়নের জন্য গণশুনানি অনুষ্ঠানটি অত্যন্ত জরুরী । এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের
বাস্তব চিত্র যেমনি জানা যায় তেমনি উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও এটি কার্যকর ভূমিকা রাখে”।
আলোচনায় ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা তাঁর ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করেন । তিনি উক্ত ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান । এছাড়াও তিনি উক্ত ইউনিয়নের জনসাধারণের জন্য কমিউনিটি সেন্টার,স্কুল ও যোগাযোগের রাস্তা-ফুট ওভার ব্রীজ নির্মাণের আবেদন জানান । বক্তব্য শেষের দিকে তিনি সোলার প্রকল্প বাস্তবায়নে উক্ত ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা যায় কিনা তা ভেবে দেখার আহবান রাখেন ।