বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪
৪ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

পার্বত্য অঞ্চলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ০৪ জুলাই, ২০১৯ ০৬:০০:৪১ | আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৫:৫৬:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য  জেলা বান্দরবানের সাতটি উপজেলার  গ্রামীন অবকাঠামো উন্নয়নে  ধাপে ধাপে সকল ক্ষেত্রে উন্নয়ন বাস্তবায়ন  করা হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে  নবনির্মিত ব্রিজ, ভবন, ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্রাবাস উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উপজেলায় গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় এসব নব নির্মিত কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উন্নয়র প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ৩ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ছাউপাড়ার শীলক খালের উপর সংযোগ সড়কসহ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৩০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার পেমি দওপাড়া উচ্চ বিদ্যালয়ের  দোকান ঘর নির্মাণ এবং ৩৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার চেমী ডলু পাড়ার বৌদ্ধ বিহারের ছাত্রাবাসের দ্বিতল করণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ এর আওতায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে মোট ৪ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions