সোমবার | ২০ মে, ২০২৪

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রকাশঃ ২৯ মে, ২০১৯ ১২:৫২:৪৬ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৫:১৮:১৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কলাবাগান এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালতে অভিযানে হাইকোর্ট কর্তৃক ঘোষিত নিন্ম মানের পণ্য লাচ্ছা সেমাই, মোল্লা সল্ট ও সরিষা তেল বিক্রয় করার অপরাধে সেই সব পণ্য জব্দ করেছে ধ্বংস করা হয়। সেই সাথে কলাবাগানের দাদু বেকারীকে ৪ হাজার, হক বেকারীকে ৪ হাজার সহ মোট ৪ টি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫২ ধারায় এই জরিমানা আদায় করেন। কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, কাপ্তাই  থানার উপ পরিদর্শক মো. খলিলুর রহমান, নির্বাহী কর্মকর্তার পেশকার মো. আলাউদ্দিন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions