বৃহস্পতিবার | ০৫ ডিসেম্বর, ২০২৪
রাঙামাটিতে

একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০১৯ ০৫:৩৯:৩৪ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৭:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তর ও পল্লী ও সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে একটি বাড়ি একটি খামারের ৩য় প্রকল্পের উপকারভোগীদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রাঙামাটি যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা।

সভায় বক্তারা বলেন, নিজের জীবনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেলে সামিল হওয়ার আহবান জানান তারা।

প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তাসহ বরকল উপজেলার ৪০ জন উপকারভোগীরা প্রশিক্ষণে অংশগ্রহন করছে।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions