প্রকাশঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৩:২৮:২৯
| আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৫:৩২
রাঙ্গামাটির জুম পাহাড়ের ঢালে ঢালে চাষের জমিতে শাক-সবজি চাষের পাশাপাশি এখন ফুলের চাষও হচ্ছে। পাহাড়ের ঢালে গড়ে তোলা সবজি চাষের পাশাপাশি ফুলের বাগানে শোভা পাচ্ছে গাঁদাসহ আরও কয়েক রকমের ফুল। জুমিয়ারা নিজেদের বাগানে উৎপাদিত ফলমুল, শাক-সবজির পাশাপাশি সপ্তাহের দুই দিনের বাজারের দিনে ফুলও বিক্রি করে থাকে। সবজির পাশাপাশি এটি একটি বাড়তি আয় বলে মনে করছেন তারা। প্রতি বোনা বা আটি দশ টাকা করে। বিভিন্ন ধর্মালম্বি মানুষেরা স্বপ্ল মূল্যে পেয়ে পুজা অর্চনা, ঘর সাজ-সজ্জা ও অন্যান্য সামাজিক কাজে ব্যাবহারের জন্য নিয়ে যায় তাদেও কাছ থেকে। স্বল্প মূল্যে বিক্রি হওয়ায় এবং দিন দিন ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগ্রহ বেড়েছে মানুষের কাছে। তাই প্রতি হাট বাজারের দিনে ফল ও সবজির পাশাপাশি ঝুড়িতে করে ফুল এনে পসরা সাজিয়ে বিক্রি করতে দেখা যায় এখন।
ছবিটি ৪ ডিসেম্বর বুধবার সকালে রাঙামাটি শহরের তবলছড়ি ব্রিজের পাশ থেকে তোলা।
ছবি ও তথ্য - লিটন শীল।