বৃহস্পতিবার | ০৫ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাঙামাটিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৭:০৬ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৭:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আজ সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুর ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সভাপতিত্বে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে অনুষ্টিত সেমিনারে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা, বিশ্বের উন্নত দেশের ন্যায় আমাদের দেশের পর্বতগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা সম্ভব। তাই পার্বত্য অঞ্চলের পাহাড়ের পরিবেশ ও মাটির গুনাগুণ বিনষ্ট না করে এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পার্বত্য চট্টগ্রামের কৃষিসহ পর্যটন শিল্পের মাধ্যমে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নত হবে।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions