বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৪:২১:০৫ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১০:৫৮:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ১০ শতাংশ এস.ডি প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরে রাঙামাটি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শামীম খান, সিনিয়র
সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম নেকবর আলী,  মধুবন রাঙামাটির স্বত্ত্বাধিকারী এস এম জাহান লিটন, রাঙামাটি ওয়েলফুডের স্বত্ত্বাধিকারী মোঃ মানিকসহ প্রমুখ। সঞ্চালনা করেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা আজ সংকটে পড়েছে। আমাদের দাবি ছিল ভ্যাট ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা। কিন্তু সেটি না করে সরকার ভ্যাট আরো বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এটি ব্যবসায়ীদের উপর খড়গ আরোপ করার সামিল।

বক্তারা আরো বলেন, রাঙামাটি একটি পর্যটন নগরী। এখানে বর্ধিত ভ্যাটের প্রভাব পড়বে সরাসরি পর্যটকদের উপর। তাছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে এমনিতেই রেস্তোরাঁ ব্যবসা ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনতিবিলম্বে এই বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা না হলে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সংগঠনের নেতারা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions