বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে ৪ দিনব্যাপি প্রশিক্ষণ চলমান

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৬:২৭ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৯:৪৭

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। আমাদের দেশের অর্থনীতি ক্রমশই কৃষি নির্ভর হতে পরিবর্তিত হয়ে শিল্প সেবা নির্ভর হয়ে উঠছে। বর্তমানে এসব খাতগুলো জাতীয় আয় কর্মসংস্থানে অবদান রাখছে ব্যাপকভাবে। এমতবস্থায় প্রয়োজন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে খাতসমূহের হালনাগাদ তথ্য-উপাত্ত সংগ্রহ করা। আর এই তথ্য উপাত্ত সংগ্রহে অর্থনৈতিক শুমারির গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক শুমারি আমাদের দেশের জাতীয় স্থানীয় পর্যায়ে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখবে অধিকতর।

 

দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি বিবিএস ২০২৪ সালে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে। তথ্য প্রযুক্তির আধুনিকায়নের যুগে সঠিকভাবে শুমারির মান নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল, সুষ্ঠু সুচারুরূপে শুমারি অনুষ্ঠানের জন্য জিও কোড তালিকা হালনাগাদকরণ, গণনা এলাকার ম্যাপ প্রণয়ন এবং জোন গঠন করা একান্ত অপরিহার্য। উল্লিখিত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে জোনাল অপারেশন অনুষ্ঠিত হবে। বিবিএস এর সদর দপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ কাজে সম্পৃক্ত থাকবেন।

 

এই কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলাস্থ ,কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়ন অবস্থিত অফিসার্স ক্লাবে জোন এর সুপারভাইজার তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছেন জোনাল অফিসার গোলাম মাওলা আইটি সুপারভাইজার ইকবাল হোসেন যা গত চলমান থাকবে ৫ই ডিসেম্বর হতে ৮ই ডিসেম্বর পর্যন্ত। যাতে করে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পুরো দেশের সাথে একযোগে অর্থনৈতিক শুমারি কার্যক্রম শুরু করা যায়।

 

এবারের প্রতিপাদ্য, “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions