প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২৪ ০৯:২৭:৩২
| আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫২:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড়ের বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪১ তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে (৫নভেম্বর ) জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্ধ পরিপন্থী সকল কার্যক্রম প্রতিরোধ করুন জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অধিকতর সামিল হঊন এই শ্লোগানে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির আয়োজনে উদ্যোগ রিসোর্স সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সদস্যা নতুন মালা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি জিকু চাকমা,হিল উইম্যান ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যানি চাকমা প্রমুখ।
এছাড়া বক্তারা বলেন, পাহাড়ের জুম্ম জাতির অধিকার আদায়ে মানবেন্দ্র নারায়ণ লারমা আমৃত্যু আন্দোলন করে গিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ঘাতকরা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করলেও তার আদর্শকে ম্লান করতে পারেনি। জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।