বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করতে হবে : বান্দরবান পুলিশ সুপার

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৪ ০৩:২৭:৩৭ | আপডেটঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৯:১২:২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বান্দরবানের নবাগত পুলিশ সুপার  মো:শহিদুল্লাহ কাওছার।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়মকালে একথা বলেন নবাগত পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার বলেন,পুলিশ ও সাংবাদিক একই সুত্রে গাঁথা, যদিও কর্মপরিধি ভিন্ন। পুলিশের সাথে সাংবাদিকদের যাতে দুরত্ব সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে ৭উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে শীঘ্রই একটি সেমিনারের আয়োজন করা হবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই রোধ আর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পুলিশ সুপার এসময় সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions