বৃহস্পতিবার | ০৫ ডিসেম্বর, ২০২৪

বিলাইছড়িতে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০১৮ ০৬:৪৫:০৩ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩০:৪৪
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা পরিষদ মিলয়ানতনে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ,সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাক্মা। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।

সভায় স্বগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার মোঃ হারুন। এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের বাইরে আমরা কেউ নই, কোন না কোনভাবে আমরা এর সুবিধা ভোগকরছি। বক্তারা, মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল ও বাল্য বিবাহ রোধ কল্পে সবাইকে ভূমিকা রাখার আহব্বান জানান।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions