৯ দফা দাবিতে লংগদুতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ লক্ষ টাকা জমা দিয়েছে ইউপিডিএফ লংগদুতে প্রভাবশালীদের অবৈধ দখলে অর্ধশত একর বনভূমি ! পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহারের দাবি
বৃহস্পতিবার (১২
সেপ্টেম্বর) রাতে
মোহাম্মদ আবু
হাসনাত
তানজিন
এর
বাবা
মো.
শাহজালাল এর
হাতে
এ
অর্থ
তুলে
দেওয়া
হয়।
এ
সময়
তানজিনের শারীরিক খোঁজ
খবর
নেন
ও
ভবিষ্যতে আরো
সহযোগিতা আশ্বাস
দেন
ওয়াদুদ
ভূইয়া।
আহত
শিক্ষার্থী আবু
হাসনাত
তানজিন
গত
এক
মাস
ধরে
সিএমএইচ এ
চিকিৎসাধীন আছেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রফিক হোসেন উপস্থিত ছিলেন।