রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম।
জানা যায়, গেল ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার জেলা শহরের কলাবাগানের বাসভবনে ভাংচুর, শাপলা চত্বরে হামলা সহ একাধিক অভিযোগে এ মামলা হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও আওয়ামীলীগের ৫১৬ শীর্ষস্থানীয় নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩ শতাধিক অজ্ঞাত আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, গেল ৪ আগস্ট খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামীলীগ কার্যালয় থেকে দেশীয় তৈরী অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। এ সময় ছাত্র জনতার ওপর হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। হামলার একপর্যায়ে জেলা শহরের কলাবাগানে গিয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।