সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম।
জানা যায়, গেল ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার জেলা শহরের কলাবাগানের বাসভবনে ভাংচুর, শাপলা চত্বরে হামলা সহ একাধিক অভিযোগে এ মামলা হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও আওয়ামীলীগের ৫১৬ শীর্ষস্থানীয় নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩ শতাধিক অজ্ঞাত আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, গেল ৪ আগস্ট খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামীলীগ কার্যালয় থেকে দেশীয় তৈরী অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। এ সময় ছাত্র জনতার ওপর হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। হামলার একপর্যায়ে জেলা শহরের কলাবাগানে গিয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।