রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় কেএনএফ এর সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে গেলে আইনশৃঙ্খলারক্ষাকারী সদস্যদের লক্ষ্য করে কেএনএফ এর সদস্যরা গুলি করে।
এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কেএনএফ দুই সদস্য নিহত হয়। এ ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এলাকাটি দূর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় নিহত কেএনএফ সদস্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী জানান, সকালে রুমার সাইকট পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হওয়ার সংবাদ পেয়েছি। তবে এলাকাটি দূর্গম থাকায় নিহতদের লাশ উদ্ধার ও নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।