প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৪ ১২:২৪:১০
| আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ ১০:৫২:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া অবস্থায় মো.আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হলে রবিবার (১৪ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মৃত মো.আব্দুল্লাহ (৮) বান্দরবান পৌরসভার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানু এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল্লাহ'র জ্বর হলে বাসায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর গতকাল শনিবার (১৩ জুলাই) রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবার, পরে শিশুটির শারীরিক পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ পাওয়ায় গেলে রাত থেকে চিকিৎসাধী শুরু হলেও সকালে তার মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা.মাহাবুবুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত শিশুটিকে দেরীতে হাসপাতালে আনা হয়েছিল। ডেঙ্গু সনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। গতকাল একেবারে শেষ মুহুর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।