রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

বান্দরবানের থানচিতে নৌকা ডুবে ২ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশঃ ০১ জুলাই, ২০২৪ ০৬:৪৫:৩১ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০১:৩৪:১০

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান ।  বান্দরবানের থানচি উপজেলায় স্কুলে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে।  সোমবার ( জুলাই) সকাল সাড়ে টায় উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এঘটনা ঘটে।

 

নিখোঁজ শান্তি রানি ত্রিপুরা (১০) ২নং তিন্দু ইউপি নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরা মেয়ে। অপর জন ফুলবাণী ত্রিপুরা() একই এলাকার নিলাপ্রু ত্রিপুরা মেয়ে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় হরিশ চন্দ্র পাড়া থেকে - জনের সাথে নৌকা যোগে শান্তি রানি ত্রিপুরা ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালে শিক্ষার্থী দুই জন নিখোঁজ ছিল। এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।       

 

থানচির  তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ৪র্থ শ্রেনীতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে , তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

এই বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি, তাদের উদ্ধারে চেষ্টা চলছে। 

 

প্রসঙ্গত, গত শনিবার থেকে বান্দরবানে টানা বৃষ্টি হওয়ার কারনে জেলার সাঙ্গু মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions