রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। "নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক /মেন্টর তৈরি উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮মে) সকাল ১১টায় জেলাপ্রশাসক কার্যলায়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এদিন মাদক সেবনের ফলে স্মরণশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া।
দীর্ঘদিনে মাদকসেবনে আত্মহত্যার প্রবণতা, মস্তিষ্কে রক্তক্ষরণসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। সেই সাথে মাদকের কুফল, প্রতিরোধ,মাদকমুক্ত দেশ গড়ার বিষয়ে আলোকপাত করা হয়।
কর্মশালা শেষে প্রশিক্ষর্ণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর,সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন'র সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ।