রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, খাগড়ছড়ি।খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ প্রয়াত মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল "গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি।
মঙ্গলবার (১৪মে) সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিজিয়নের জিটুআই মেজর মো. জাবির সোবহান মিয়াদ।
অনুষ্ঠানে ৮০জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মুক্তি
যুদ্ধে
বিশেষ
অবদান
রাখার
জন্য
প্রতি
বছর
প্রয়াত
সার্কেল চীফ
মংপ্রু
সেইন
বৃত্তি
প্রদান
করা
হয়
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধু্রী, মং সার্কেলের সার্কেল চীপ সাচিংপ্রু চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।