রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। 'স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন' স্লোগানে খাগড়াছড়িতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা রোভার ও জেলা স্কাউটস এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোসলেম উদ্দিন, জেলা রোভার স্কাউট সম্পাদক মোঃ দুলাল হোসেন, জেলা স্কাউটস কমিশনার ইমাম উদ্দিন প্রমূখ।
দিবসটির আলোচনা সভায় খাগড়াছড়ি জেলায় রোভারিং কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন রোভার স্কাউট সম্পাদক মোঃ দুলাল হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া স্কাউট কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকশিত হয়।'
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ স্কাউট এবং রোভার স্কাউট দলগঠনের জন্য পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুসারে খাগড়াছড়ি জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে দল গঠন বিষয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে।'
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র্যালী করা হয়। এতে সকল স্কাউট, রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।
এসময় ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হওয়ায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর গার্ল ইন রোভার সাহানা হাসান সেতু এবং রোভার লূভর চাকমা অমিককে বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস থেকে প্রেরিত সাটিফিকেট এবং মেডেল প্রদান করেন জেলা প্রশাসক।