রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে ৩ দিনব্যাপি নাট্য উৎসব শুরু

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৪ ০৮:৫০:০৯ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৩:০৮:০২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে ৩দিনব্যাপি নাট্য উৎসব উদ্বোধন করা হয়েছে

 

বৃহস্পতিবার(২৮মার্চ) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে প্রথম দিন অড়ং থিয়েটারের পরিবেশনায় বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এর নাটক চাকমা ভাষায় অনূদিত মার্চেন্ট অব ভেনিস মঞ্চায়নের মধ্যদিয়ে তিন-দিনব্যাপি নাট্য উৎসবে সূচনা হয়। এদিন নাট্য উৎসবটি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন অত্র ইনস্টিটিউটের নির্বাহী সদস্য চামেলি ত্রিপুরা এবং সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন ইনস্টিটিউটের  উপ-পরিচালক জিতেন চাকমা

 

দ্বিতীয় দিন মঞ্চায়িত হবে অড়ং থিয়েটারের পরিবেশনায় মাচক্যান জ্যা অবলম্বনে মারমা নাটক মাছেং ত্রিপুরা নাট্যদল' পরিবেশনায় ত্রিপুরাদের রুপকথার গল্প অবলম্বনে নাটক খেলাংবার

 

তৃতীয় দিন মঞ্চায়িত হবে অড়ং থিয়েটারের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের "দুই বিঘা জসি" কবিতার অবলম্বনে চাকমা চাকমা ভাষায় অনূদিত নাটক দ্বি হানি ভুঁই এবং জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর পরিবেশনায়  মঞ্চায়িত হবে দুলো পেদার দোলি নাজানা

 

মার্চেন্ট অব ভেনিস, মাছেং দ্বি হানি ভুঁই নাটকটি নির্দেশনায় ছিলেন লাব্রিচাই মারমা,খেলাংবার নাটকের নির্দশনায় ছিলেন রুমি ত্রিপুরা এবং দুলো পেদার দোলি নাজানা নাটকটির নির্দেশনায় ছিলেন সুখ ময় চাকমা

তিনদিনব্যাপি নাট্য উৎসবের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আর্য্যমিত্র চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions