বান্দরবান সেনা জোনের উদ্যোগে অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ রাঙামাটি জেলা পরিষদ পুর্নগঠনের দাবিতে রাঙামাটি মানববন্ধন বান্দরবানের সেনা অভিযানে ৩ কেএনএ সদস্য নিহত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার বান্দরবানে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে সাতদিন ব্যাপী উচ্চতর মণিপুরী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার দুপুরে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জিতেন চাকমা।
বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য আর্য্য মিত্র চাকমা। কর্মশালায় ধীনা ড্যান্স একাডেমির পরিচালক ধীনা ত্রিপুরার তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার শ্রীমঙ্গলের মনিপুরী অনুরাগ নৃত্যালয়ে নৃত্য প্রশিক্ষক ও পরিচালক কেয়া সিনহা।
কর্মশালায় পার্বত্য জেলা খাগড়াছড়ির ৭৫জন স্থানীয় নৃত্যশিল্পী এতে অংশ নেন ।