শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে পর্যটকদের সেবা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

প্রকাশঃ ২১ মার্চ, ২০২৪ ১০:০৬:২৯ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ১২:১৩:২৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।।মেঘের রাজ্য সাজেক ভ্যালি পার্বত্য রাঙ্গামাটি জেলায় হলেও যেতে হয় খাগড়াছড়ির সড়ক পথ দিয়ে। এছাড়াও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। এজন্যে খাগড়াছড়িতে পর্যটকদের সেবা সুনিশ্চিত পর্যটনের টেকসই উন্নয়নে সড়ক পরিবহণ জীপ মালিক সমিতি পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


বৃহস্পতিবার (২১মার্চ) জেলা সদরে হিল ফ্লেভারস রেস্টুরেন্ট হল রুমে ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি জোনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়


খাগড়াছড়ি সড়ক পরিবহণ জীপ মালিক সমিতির সভাপতি মো: আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।


সভায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। তার মধ্যে জীপ পিকাপের পাকিংয়ের জন্য খাগড়াছড়ি শহর এবং সাজেকে টার্মিনালের ব্যবস্থা করা, চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা।

মতবিনিময়কালে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী খাগড়াছড়িতে পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি অনুরোধ করেন। ছাড়া তিনি পরিবহন মালিক সমিতিদের দাবির প্রেক্ষিতে টার্মিনাল স্থাপন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান


এসময় সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক আলোকিত পাহাড় সম্পাদক মুহাম্মদ সাজু, ট্যুরিস্ট পুলিশের খাগড়াছড়ি জোনের এসআই মো: আইয়ুব, এসআই মনিরুজ্জামান, পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি পলক দেওয়ান, জীপ মালিক সমিতির সহ সম্পাদক অরুন কুমার দেব লাইন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন প্রমুখ


সভায় মালিক সমিতির খাগড়াছড়ি সড়ক পরিবহণ জীপ মালিক সমিতি পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির সদস্য ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions