রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই পাহাড়ী পল্লীর ১৭ বসতঘর
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কারাবন্দিদের আইনি সহায়তা প্রদান ও প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গনশুনানি অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। সরকারি খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহি ও মান নিশ্চিত করার লক্ষ্যে রোববার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা কারাগারে সমন্বয় সভা ও গনশুনানি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। জেলা সুপার মো. দিদারুল আলমের সভাপত্বিতে সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্যানেল আইনজীবীদের অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, হ্লা থোয়াই প্রু মারমা, মামুনুর রশীদ, মিলন চাকমা, মাকসুদা হক, শফিউল আলম মিয়া, মো: রাশেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা পেতে কারাবন্দিদের বিভিন্ন অভিযোগ শুনেন। তিনি কারাবন্দিতে আইনি সেবা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা তুলে ধরেন।