রাঙামাটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র বৈধ
প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৩ ০৩:২৮:৪২
| আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৮:৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর
সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। সকলের
মনোনয়নপত্র বাছাই শেষে মনোনয়নপত্রে সব সঠিকভাবে লিপিবদ্ধ থাকায় মনোনয়নপত্র জমা দেয়া ৫ প্রার্থী সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
আজ রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর, সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান।