প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৩ ০৩:২৭:১৭
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩২:১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। অবরোধের সমর্থনে রাঙামাটি স্বেচ্ছাসেবক দল আজ সকালে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে শুরু করে উপজেলা পরিষদ তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে রাঙামাটি সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মজিদ নান্টু, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মামুন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিশ চাকমা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কফিল খান, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম, রাঙামাটি পৌর জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ভুট্টো,জেলা ছাত্রদলের সদস্য মোঃ রাজিব, পৌর কৃষক দলের সংগঠনিক সম্পাদক মোঃ রনি, পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য নীরব হাসান রাসেলসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, এই সরকার ভোট চোর, এদের আমলে কোন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। সরকার বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশন এক তরফাভাবে নির্বাচন করে দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেশের মানুষ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।