রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বীর বাহাদুর

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৩ ০২:৫৩:১৮ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৮:১৬

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান৩০০নং আসনে  বান্দরবান জেলার জাতীয় সংসদীয় আসনে ছয়বার নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন

 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বান্দরবান আসনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ

 

বিষয়টি নিশ্চিত করে লক্ষীপদ দাশ বলেন, বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে আওয়ামীলীগের একক প্রার্থীর হিসেবে বীর বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে

 

তিনি আরো বলেন, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বীর বাহাদুরকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে, আর সেই মোতাবেক ৩০০ নং আসনের সংসদ সদস্য হিসেবে উনার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে

 

আওয়ামীলীগের একক প্রার্থী ছয়বারের টানা সংসদ সদস্য  বীর বাহাদুর উশৈসিং জানান, পার্বত্যবাসীর ভালোবাসায় টানা ছয়বার ৩০০নং আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছি, আগামী নির্বাচনে আবার সংসদ সদস্য নির্বাচিত হলে পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য,কৃষি,পর্যটনসহ সকল সেক্টরে আরো উন্নয়নের জন্য কাজ করবো। 

 

উল্লেখ্য, বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে টানা ছয়বার এমপি পদে নির্বাচিত হয়েছে বীর বাহাদুর উশৈসিং। ছয়বার টানা    সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ সফলভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন  

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions