প্রকাশঃ ২৬ মে, ২০২৩ ০৭:৩৯:১১
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৩:১৭:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজন শুক্রবার (২৬ মে) বিকেলে বান্দরবান রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর , পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র সৌরভ দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান ফুটবল ফেডারেশনের সভাপতি মংওয়াইচিং, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল আলম মামুনসহ ক্রীড়া প্রেমী এবং দর্শকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চকরিয়া একাদশ দল লোহাগাড়া একাদশ দল এর মোকাবেলা করে। এসময় নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে, পরে ট্রাইব্রেকারে লোহাগাড়া একাদশ দল ৫-৪ গোলে চকরিয়া একাদশ দলকে পরাজিত করে।
খেলা শেষে লোহাগাড়া একাদশ দলের গোলরক্ষক মো.সাকিব এর হাতে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন অতিথিরা।
এবারের টুর্ণামেন্টে স্থানীয় ৬টি দলসহ সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করছে আর জাঁকজমক আয়োজনে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫০হাজার টাকা প্রাইজমানি, আকর্ষনীয় ট্রফি এবং রানার্সআপ দলকে ত্রিশ হাজার টাকা প্রাইজমানি এবং শ্রেষ্ট খেলোয়াড়, সেরা গোল রক্ষক, সুশৃঙ্খল দলকে দেয়া হবে আকর্ষনীয় পুরষ্কার।