নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন বান্দরবানে ৮৩টি মোবাইল ফোন উদ্ধার করলো এপিবিএন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচি পন্ড করতে ক্ষমতাসীন দল ও প্রশাসন পায়তারার চেষ্টা করছে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার কলাবাগানের বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।
ওয়াদুদ ভূইয়া বলেন, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসক, সরকারি কলেজ, বিসিক কর্তৃপক্ষের কাছে আবেদন করেও অনুমতি পাওয়া যায়নি। কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যক্তি মালিকাধীন জমি বেছে নেয়া হলেও এখন তা পন্ড করতে ক্ষমতাসীন দলের ইশারায় প্রশাসন পায়তারা করছে।
ওয়াদুদ ভূইয়া আরও বলেন, গতরাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বাড়ি বাড়ি পুলিশ হয়রানি শুরু করেছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি করতে বিএনপি তথা স্বেচ্ছাসেবক দল ব্যর্থ হলে আগামী ১২ ও ১৩ এপ্রিল খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ দেয়ার হুশিঁয়ারী দেয়া হয়। পাহাড়ের অন্যতম সামাজিক উৎসবের সময় বিএনপিকে এমন জনদুর্ভোগ সৃষ্টিকে বাধ্য না করতে প্রশাসনকে অনুরোধ জানানো হয় সম্মেলন থেকে।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক এমএন আবছার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।