মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪
পানছড়ির পূজগাং হাইস্কুলে

শেখ হাসিনা’র হাত ধরেই পাহাড়ে শান্তির সুবাতাস বইছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৩ ০৭:৩৫:৪০ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৫:১০:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্র্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পানছড়িতে এসেছিলেন। উনার হাত ধরেই পাহাড়ে এখন বইছে শান্তির সুবাতাস। ম্মার্ট বাংলাদেশ গড়তে তিনি চান মেধাবী প্রজন্ম। তাই সবাইকে শিক্ষায় মনযোগী হতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিনত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সোমবার বিকেলে পানছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়’র ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলীকেও বিদায় সংবর্ধনা জানানো হয়।

সভা শুরু’র আগে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাচাঁদ চাকমা।

পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রতিষ্ঠান প্রধান ইন্দ্র লাল চাকমা।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, উপজেলা পরিষদ’র প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা এবং পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions