রাঙামাটিতে মাশরুম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:৫৫:৫৮
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৭:১৭:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মাশরুম চাষ উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি শহরের আসামবস্তি নারিকেল বাগানের মাশরুম উপকেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।
এ সময় তিনি বলেন, পাহাড়ে মাশরুম চাষ করে ভিটামিন, প্রোটিন, মিনারেলের ঘাটতি পুরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। এতে করে দেশের দারিদ্র মুক্ত করণে ভুমিকা রাখবে। দেশে ভিক্ষুক মুক্ত করতে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ভিক্ষুকদের মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষিত করা হলে ভিক্ষুকমুক্ত হতে সহায়তা করবে। পাহাড়ে এ ধরণের সামাজিক উন্নয়ন কর্মকান্ড আরো বৃদ্ধি করতে আশার প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক বেসরকারী উন্নয়ন সংস্থা আশা কৃষি উইং সিনিয়র পরামর্শক কৃষিবিদ এম এ সালাম বলেন, দেশে সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে আশা পার্বত্য চট্টগ্রামে কয়েক বছর ধরে মাশরুম চাষ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এ কর্মকান্ডে সফলতা এসেছে। এটি অব্যাহত আছে। এজন্য রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় নিজস্ব মাশরুম চাষ বিশেষজ্ঞ নিয়োজিত আছে। যে কেউ মাশরুম চাষ বিষয়ে জানতে চাইলে তাদের সহায়তা করা হবে জানান সালাম।
আশা রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক শমশের আলীর সভাপতিত্বে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ পরিচালক ড. নিরদ চন্দ্র সরকার, আশা কৃষি উইংয়ের উপ পরিচালক খোরশেদ আলম, আশা চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক আমিরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি সদর উপজেলা থেকে ৩৪ জন নারী পুরুষ অংশগ্রহণ করছে। কর্মশালায় প্রধান অতিথির মাধ্যমে চিকিৎসা সহায়তা হিসেবে তিন জন নারীকে আর্থিক অনুদান দেওয়া হয়।