ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদরের গুগড়াছড়িতে অভিযানে গিয়ে মাদক কারবারীদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলে গুগড়াছড়ি বাজারে মাদক বিরোধী অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির উপ-পরিদর্শক নিক্সন চৌধুরী ও কনস্টেবল নাজমুল হোসেন। এ ঘটনায় পুলিশ গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুগড়াছড়ি বাজারে অভিযানে যায় জেলা ডিবির একটি দল। এ সময় গাঁজা বিক্রির প্রস্তুতিকালে ৫ মাদক কারবারী অবস্থান করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছুরিকাঘাতে এক এসআই ও এক কনস্টেবল আহত হয়। এ সময় পালানোর সময় একজনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, মাদক বিরোধী অভিযানে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।