ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলা সদরের গঞ্জপাড়া এলাকার নদী থেকে নিহত মো: নুরুল আমিন(২৪) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল আমিন জেলা সদরের ভাইবোন ছড়া পূর্ব মুসলিমপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, নুরুল আমিন খাগড়াছড়ি শহরে মামার সাথে রাজমিস্ত্রীর কাজ করত। দুপুরে চেঙ্গী নদীতে গোসল করতে নেমে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। তবে নদীতে পানি কম থাকায় মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছি। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।