বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪
শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা

রামগড় চা বাগানের মাটি কেটে অবৈধভাবে হ্রদ তৈরীর অভিযোগে

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৩ ০৪:৪৪:৫৬ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:৪৮:২৪

সিএইচটি টুডে ডট কম, রামগড় (খাগড়াছড়ি)। ফটিকছড়ির উত্তরে অবস্থিত রামগড় চা বাগানের ভেতর মাটি কেটে অবৈধ ভাবে কৃত্রিম হ্রদ তৈরির অভিযোগে শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি পেড্রোলো গ্রুপ এবং ফটিকছড়িররামগড় চা বাগানএর ব্যবস্থাপনা পরিচালক।

 

মঙ্গলবার (১৪ই মার্চ) রাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবু বক্কর বাদী হয়ে স্থানীয় ভুজপুর থানায় মামলাটি দায়ের করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় ৫০ একরের জমি খনন করে এই কৃত্রিম হ্রদে মৎস্য প্রকল্প গড়ে তোলা হয়েছে। শ্রমিকদের ভোগদখলীয় জমি থেকে তাদের জোর পূর্বক উচ্ছেদ করে সেখানে এই মৎস্য প্রকল্প এবং নানা প্রজাতির নারকেল গাছ এবং সুপারি গাছের বাগান করা হয়েছে। যা চা বাগানের সম্পূর্ণ নীতিমালা বহির্ভুত। কয়েকটি জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।

 

খবর পেয়ে গত মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এটি এম কামরুল ইসলামের নেতৃত্বে তদন্তে আসে একটি দল। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বেআইনি অবৈধভাবে মাটি খননের মাধ্যমে সরকারি জমির ক্ষতিসাধন করার অপরাধে একই আইনের ১৫ ধারায় বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

 

রামগড় চা-বাগানের সিনিয়র ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর না দিয়ে কয়েকজন সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

 

মামলার তথ্য নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান, রামগড় চা বাগানের ভেতর মাটি কেটে সরকারি জমির মাটি খনন করার অভিযোগে নাদের খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions