ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আওয়ামীলীগের ভীত অনেক গভীরে প্রোথিত। আওয়ামীলীগ এদেশের গণমানুষের দল, জনগণের দল, খেটে খাওয়া মেহনতি মানুষের দল, এদেশের কৃষক-কৃষানীর দল। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই। এদল রাজপথ থেকেই গড়ে উঠেছে। রাজপথে আছে, রাজপথেই থাকবে। যারা মানুষ পোড়ায়, তাদের হাতে রাজপথ ছেড়ে দেয়া যাবেনা বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আওয়ামীলীগের ১৪ বছরের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, বিএনপি ও পলাতন নেতা তারেক রহমানের এই পরিবর্তন সহ্য হচ্ছেনা। খালেদা জিয়ার অন্তর জ¦লে যাচ্ছে আর ফখরুল ইসলাম আলমগীর বকবক করছেন। সরকারকে দঁড়ি ধরে টান নামাতে গিয়ে বিএনপিই দড়ি ছিঁড়ে পড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। তাই সরকারকে দড়ি ধরে টান না দিতে বিএনপির প্রতি আহবান জানান।
আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাংলাদেশ কৃষকলীগ খাগড়াছড়ি জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভ-সভাপতি আলী আকবর চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ^নাথ সরকার বিটু, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমূখ।
সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল সহকারে অংশ নেন।
জেলা সম্মেলনের দ্বিতীয় পর্বে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।