ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে ও আঙ্গুলের ছাপ দিতে এসে রোহিঙ্গা যুবক সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম মো. মাতালম।
পাসপোর্ট অফিসের তথ্যমতে, আটককৃত মাতালমের আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার নামীয় আইডি কার্ডের সাথে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সার্ভারের মিল রয়েছে। এছাড়া তার কাছে অনলাইন জন্মনিবন্ধনও রয়েছে। পরে পুলিশে খবর দিলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নাগরিকের কথা স্বীকার করে।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, পাসপোর্ট অফিস থেকে খবর পেয়ে রোহিঙ্গা যুবক সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।