বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে রোহিঙ্গা নাগরিক সন্দেহে আটক ১

প্রকাশঃ ০৯ মার্চ, ২০২৩ ০৭:৫১:২২ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০১:৩০:৩৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে আঙ্গুলের ছাপ দিতে এসে রোহিঙ্গা যুবক সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম মো. মাতালম। 

 

পাসপোর্ট অফিসের তথ্যমতে, আটককৃত মাতালমের আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার নামীয় আইডি কার্ডের সাথে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সার্ভারের মিল রয়েছে। এছাড়া তার কাছে অনলাইন জন্মনিবন্ধনও রয়েছে। পরে পুলিশে খবর দিলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নাগরিকের কথা স্বীকার করে। 

 

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, পাসপোর্ট অফিস থেকে খবর পেয়ে রোহিঙ্গা যুবক  সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদ যাচাই বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে 

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions