ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থা ও লীন প্রকল্পের যৌথ উদ্যেগে দিবসটি পালন করা হয়।
৮ই মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে পৃথক পৃথক ব্যানারে র্যালী বের করা হয় এবং মহালছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মহালছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়,সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রোগ্রাম অফিসার কাম ট্রেইনার স্বপ্না চাকমার সঞ্চালনায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যান সংস্থ'র প্রকল্প সমন্বয়ক কাজল বরণ ত্রিপুরা, লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কোর্ডিনেটর হেপী দেওয়ান, মহালছড়ি থানা উপ পরিদর্শক আরাফাত হোসেন প্রমূখ।
আলোচনা শেষে খাগড়াপুর মহিলা কল্যান সংস্থার কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে বাল্য বিবাহ ও কুসংষ্কার প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শিত হয়।