বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

মহালছড়ির করল্যাছড়িতে বিহারের সুবর্ণ জয়ন্তী ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:০১:১০ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৮:২২:৪৮

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার করল্যাছড়িতে মহাকারুনিক বৌদ্ধ বিহারের সুবর্ণ জয়ন্তী ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত বিহারের উপাসিকাদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


১৯ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে বিহারের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(প্রতিমন্ত্রী পদমর্যাদা)।


উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উক্ত বিহারের সভাপতি সুচারু বিকাশ চাকমার সভাপতিত্বে এবং উৎপল চাকমা ও নলিনী চাকমার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য নীলোৎপল চাকমা, সদস্য আশুতোষ চাকমা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, অ্যাড. সুপাল চাকমা, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions