ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাসাপ্রু মারমা(৭) সড়কে পড়ে যায়।
স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাসাপ্রু মারমা মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সসহ চালক পালিয়ে যায়। মরদেহের সুরতহাল করে অভিভাবকের সম্মতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।