ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)।খাগড়াছড়ির দীঘিনালায় নারী শিক্ষার গুরুত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক আয়োজন করেছে স্থায়ীত্ত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা)।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদ মাঠ ও বিকাল ৩টায় কবাখালী ইউনিয়নের বাজার এলাকায় পথনাটকটি মঞ্চস্থ হয়। এতে মেরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, ইউপি সদস্য মো. নাজমুল, মো. শামীম, ইপসা প্রতিনিধি আয়শা আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি সহ গ্রাম প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল এফেয়ার্স অব কানাডার অর্থায়নে ইউএনএফপি'র সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি জেলায় শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করছে স্থায়ীত্ত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা)। এই প্রকল্পের আওতায় নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে নারী শিক্ষার গুরুত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে পথনাটক অনুষ্ঠিত হচ্ছে।
পথনাটকটি মঞ্চায়ন করেছে খাগড়াছড়ি জেলার জনপ্রিয় য়ামুক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।