বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে হাজার ভিক্ষুকে পিন্ডদান ও স্বধর্ম শ্রবণ অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২২ ০৫:১৪:২৫ | আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ ১০:৪১:৪৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে  হাজার  বৌদ্ধ ভিক্ষুকে  পিন্ড দান   স্বধর্ম  শ্রবণ অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়েছে

 

শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের মধুপুর মাঠে  অনুষ্ঠিত হয়। এটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য বাংলাদেশের বৌদ্ধ ধর্মেরইতিহাসে প্রথম এর সাথে  যোগ হলো একটি নতুন  অধ্যায়। 

 

একসাথে হাজারের অধিক ভান্তে/ভিক্ষু সংঘকে পিন্ডদান দেওয়ার নজিরবিহীন দৃষ্টান্ত দেশে এটিই প্রথম। বৌদ্ধ প্রতিরূপ দেশথাইল্যান্ডভিয়েতনামকম্বোডিয়া  প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এরকম আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হলেও আমাদের দেশেইতোপূর্বে এরকম অনুষ্ঠান কখনও হয়নি

 

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মীয় অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুবিশিষ্ট সংঘ রাজ  গামাঢ়ীঢালা বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎবোধিপাল মহাথেরো মহোদয় এরকম একটি মহৎ অভিপ্রায় ব্যক্ত করলে খাগড়াছড়ি সদর উপজেলাধীন মধুপুর নিবাসী  ইঞ্জিনিয়ার সুব্রত   তার পরিবারবর্গ উদ্যোগ নেন।  এই অনুষ্ঠানটি আয়োজনে তাদের পরিবারের উদ্যোগে  খাগড়াছড়িবাসীর  সহযোগিতায়  অনুষ্ঠিত হয়

 

আগত অতিথিরা এই উদ্যোকে একট মহৎ উদ্যোগ বলেছেন এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে পূন্যবান মনেকরছেন

 

অনুষ্ঠানে আসা খাগড়াছড়ি পার্বত্ জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া  নীলোৎপল খীসা বলেছে এটি বৌদ্ধ ধর্মকেজাগ্রত করে শান্তি    সম্প্রীতির বজায় রাখার জন্য এটি একটি মহৎ উদ্যোগ

 

হাজারের অধিক ভিক্ষকে পিন্ড দান করা হয়। অনুষ্ঠানে শুধু পিন্ড দান নয় বুদ্ধ ‍মুর্তি দান,সংঘদাঅষ্ট পরিস্কার দানকল্পতরুদাস্বধর্ম  শ্রবণসহ দেশ জাতির জন্য শান্তি কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তীচাকমাসহ হাজারো পূন্যার্থী অংশ গ্রহন করে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions