বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২২ ১০:৩৩:১০ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৪:৩১:৫৬

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে  প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণকরাহয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার প্রত্যন্ত অঞ্চল বদানালা,লেমুছড়ি ও লেমুছড়ি শান্তিপুর এলাকাশতাধিক দুস্থ শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সেনা জোনের সদস্যরা।


মহালছড়ি জোনের বিজিতলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ্ উল মুহিত স্থানীয়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং তাদের  সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।


এসময়ে হেডম্যান, কারবারিসহ সকল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুস্থ জুম্মচাষী জ্ঞান চাকমা বলেন বহুদিন ধরে তারা শীতে কষ্ট পাচ্ছিল। সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে এখন শীতের কষ্ট কম হবে এবং তিনি মহালছড়ি জোনের এই উদ্দ্যেগ দুস্থ ও শীতার্ত পাহাড়ি-বাঙ্গালীরা অত্যন্ত আনন্দিত এ অভিমত ব্যক্ত করেন।

 

প্রসঙ্গত: পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions