ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণকরাহয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার প্রত্যন্ত অঞ্চল বদানালা,লেমুছড়ি ও লেমুছড়ি শান্তিপুর এলাকারশতাধিক দুস্থ শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সেনা জোনের সদস্যরা।
মহালছড়ি জোনের বিজিতলা ক্যাম্প
কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ্ উল মুহিত স্থানীয়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন
এবং তাদের সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময়ে হেডম্যান, কারবারিসহ সকল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুস্থ জুম্মচাষী জ্ঞান চাকমা বলেন বহুদিন ধরে তারা শীতে কষ্ট পাচ্ছিল। সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে এখন শীতের কষ্ট কম হবে এবং তিনি মহালছড়ি জোনের এই উদ্দ্যেগ দুস্থ ও শীতার্ত পাহাড়ি-বাঙ্গালীরা অত্যন্ত আনন্দিত এ অভিমত ব্যক্ত করেন।
প্রসঙ্গত: পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।