ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ত্রিপুরাদের নববর্ষ ত্রিং ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ছোটবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রাটি ভাইবোনছড়া কলেজ হয়ে ভাইবোনছড়া বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা নেতা খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের সাবেক সদস্য, এছাড়া বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের হাজারের অধীক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এছাড়াও গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিং উদযাপন কমিটি আহ্বায়ক অরুন জ্যোতি ত্রিপুরা।
উল্লেখ্য যে, ত্রিপুরা রাজা হামতরফা ১৪৩২ বছর আগে ত্রিপুরাদের ত্রিপুরাব্দ প্রচলন করেছিলেন। তখন থেকে ত্রিপুরারা ২২ ডিসেম্বর এই ত্রিং উৎসব পালন করে আসছেন।